– অধমের ক্ষুদ্র পর্যবেক্ষণে এর বেশ কিছু কারণ চোখে পড়েছে। নীচে এর কয়েকটি উল্লেখ করছি।
১। তাকফিরের বৈধতা অর্জন। মুসলমানদেরকে কাফির বলার অন্যতম দলিল হলেন শায়খ মুহাম্মাদ ইবনে নজদী। কিছু ক্ষেত্রে তারা ইবনে তাইমিয়া রহ: কেও দলিল বানিয়ে থাকে। তাকফিরের চিন্তা-চেতনার ক্ষেত্রে শায়খ নজদীর বিরাট ভূমিকা রয়েছে।
২। তাকফিরের উপর ভিত্তি করে অস্ত্রধারণের বৈধতা। এটাও তারা শায়খ নজদীর দাওয়াত ও বাস্তব আমল থেকে নিয়ে থাকে। শায়খ নজদী তাকফির করে অস্ত্রধারণ করেছিলেন। মানহাজী ভাইদেরকে তার এই আমলটিও প্রভাবিত করে।